LONG INTERVIEW TRANSCRIPT
( বাংলা)
” ছবির শুটিং করতে নিজের গ্রামে যখন ফিরলাম,সেই শুটিংয়ের ক্রাউড কন্ট্রোলে যখন আমার চাইল্ডহুড বুলিরাই এগিয়ে এলো, সেই পাওয়া তো সিনেমার যে গণমাধ্যমিক জোর, তা দিয়েই পাওয়া।যা পেয়েছি সিনেমার জন্যই বোধহ’য়। কুঈয়ার ব’লে বোধহয় না। তাই মাঝে মাঝে ভাবলে ভয়, মনখারাপ হয়। তাহ’লে এগুলো বাদ দিলে আমি কি, আমি কোথায়…।”
https://bit.ly/3QGgVr2
